তানোরে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক তিনজন জেল হাজতে
- আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে রাতের আঁধারে বাড়ি ফেরার পথে পথরোধ করে মোবাইল ব্যাংকিং এজেন্সির ৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন কে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনায় সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার ও গোদাগাড়ী সার্কেল এসপির দিকনির্দেশনায় ঘটনাস্থলে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্ত নেমে পড়েন।
এতে রাত থেকে বিশেষ অভিযান পরিচালনা করে পরের দিন শুক্রবার দুপুরে তিনজন গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের পিঁপড়া কালনা গ্রামের দুঃখু মিয়ার পুত্র মাসুম(২৫),একই ইউনিয়নের নড়িয়াল গ্রামের রিপন আলীর পুত্র নাজিউর রহমান(১৯),কুমড়া পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩০)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গগত, গত(৮জুন) বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের সিটি ব্যাংক শাখার এজেন্ড জাহাঙ্গীর আলম বাড়ি যাওয়ার পথে হাসুয়ার মুখে জোর করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাই করা হয়েছিল। এতে এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছিল চরম আতংক।
বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনা শোনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু ততক্ষণে কোন সন্ধান পাওয়া যায়নি, অভিযান অব্যাহত রেখে পরের দিন দুপুরে তিনজন কে গ্রেফতার করা হয়। এছাড়াও বাকিদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি