ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
এএফপি: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাণিজ্যিক বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের সীমা পেরিয়ে আন্তর্জাতিক বিদ্যুৎ বাজারে নেপালের যাত্রার নতুন অধ্যায় সূচিত হলো।

গত রোববার থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে নেপাল। এই বিদ্যুৎ রপ্তানি ৫ বছরের একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় হচ্ছে। গত অক্টোবরে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসায়িক নিগম এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ অংশগ্রহণ করেছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) মুখপাত্র রাজন ঢাকাল বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

এ বিষয়ে নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খড়কা বলেন, ‘এটি নেপালের জন্য জ্বালানি রপ্তানির যাত্রার সূচনা। আমাদের বিদ্যুৎ উদ্বৃত্ততা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তায় অবদান রাখার অঙ্গীকারেরই প্রতিফলন এটি।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে এ মন্তব্য করেন।

বর্তমানে নেপালের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে, যা বর্ষাকালে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি। ২০২১ সালের শেষ দিকে নেপাল প্রথমবার ভারতের কাছে বিদ্যুৎ রপ্তানি শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

আপডেট সময় : ০১:১৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
এএফপি: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাণিজ্যিক বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের সীমা পেরিয়ে আন্তর্জাতিক বিদ্যুৎ বাজারে নেপালের যাত্রার নতুন অধ্যায় সূচিত হলো।

গত রোববার থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে নেপাল। এই বিদ্যুৎ রপ্তানি ৫ বছরের একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় হচ্ছে। গত অক্টোবরে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসায়িক নিগম এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ অংশগ্রহণ করেছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) মুখপাত্র রাজন ঢাকাল বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

এ বিষয়ে নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খড়কা বলেন, ‘এটি নেপালের জন্য জ্বালানি রপ্তানির যাত্রার সূচনা। আমাদের বিদ্যুৎ উদ্বৃত্ততা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তায় অবদান রাখার অঙ্গীকারেরই প্রতিফলন এটি।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে এ মন্তব্য করেন।

বর্তমানে নেপালের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে, যা বর্ষাকালে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি। ২০২১ সালের শেষ দিকে নেপাল প্রথমবার ভারতের কাছে বিদ্যুৎ রপ্তানি শুরু করে।