ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইনের ভিডিও করতে গিয়ে রাজশাহীর ফটোগ্রাফারের মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন ইসতিয়াক আহমেদ। আজ শুক্রবার। ঢাকার কুড়িল রেল লাইনে ট্রেন আসার ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইশতিয়াক এক বন্ধু সহ কুড়িল রেললাইন সংলগ্ন খোলা জায়গায় ভিডিও করছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন দ্রুতগতিতে চলে আসলে তিনি ট্র্যাক থেকে সরে যেতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়েন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি। তরুণদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইশতিয়াকের পরিবার ও বন্ধুবান্ধব তার আকস্মিক মৃত্যুতে শোকাহত।

 

ইসতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমবেদনার সৃষ্টি হয়। ইশতিয়াক অসাধার ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবিপ্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেললাইনের ভিডিও করতে গিয়ে রাজশাহীর ফটোগ্রাফারের মৃ-ত্যু

আপডেট সময় : ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন ইসতিয়াক আহমেদ। আজ শুক্রবার। ঢাকার কুড়িল রেল লাইনে ট্রেন আসার ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইশতিয়াক এক বন্ধু সহ কুড়িল রেললাইন সংলগ্ন খোলা জায়গায় ভিডিও করছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন দ্রুতগতিতে চলে আসলে তিনি ট্র্যাক থেকে সরে যেতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়েন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি। তরুণদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইশতিয়াকের পরিবার ও বন্ধুবান্ধব তার আকস্মিক মৃত্যুতে শোকাহত।

 

ইসতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমবেদনার সৃষ্টি হয়। ইশতিয়াক অসাধার ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবিপ্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক।