রেললাইনের ভিডিও করতে গিয়ে রাজশাহীর ফটোগ্রাফারের মৃ-ত্যু

- আপডেট সময় : ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন ইসতিয়াক আহমেদ। আজ শুক্রবার। ঢাকার কুড়িল রেল লাইনে ট্রেন আসার ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইশতিয়াক এক বন্ধু সহ কুড়িল রেললাইন সংলগ্ন খোলা জায়গায় ভিডিও করছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন দ্রুতগতিতে চলে আসলে তিনি ট্র্যাক থেকে সরে যেতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়েন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি। তরুণদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।”
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইশতিয়াকের পরিবার ও বন্ধুবান্ধব তার আকস্মিক মৃত্যুতে শোকাহত।
ইসতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমবেদনার সৃষ্টি হয়। ইশতিয়াক অসাধার ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবিপ্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক।