সিরাজগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

- আপডেট সময় : ০২:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার চত্বরে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ শেষে এক বিশাল র্যালি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ সোলায়মান হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক আবদুল লতিফ, শ্রমিক কল্যাণের জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা মকবুল হোসেন, শহর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, এছাড়া জেলা কোষাধ্যক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসাদুল্লাহ মন্ডল, সদর সভাপতি মোঃ আবুল হাসেম,কামারখন্দ উপজেলা সভাপতি মোঃ আবদুল মান্নান প্রমুখ।