ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

বোয়ালিয়া থানার ঘোষপাড়া মোড়ে সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে

রাজশাহীতে সংঘবদ্ধ হামলা ও ছিনতাই, আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

 

রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোষপাড়া মোড়ে সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মাসুদ রানা (৩২) নামের এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮ নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ঘোষপাড়া মোড়ে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বড় ভাই মো. রাসেল উদ্দীন (৩৫) এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঠানপাড়া এলাকার অনিক (২৪), জীবন (২৪), সাব্বির (২৪), স্বাধীন (১৯), নিলয় (১৯), সিজান (২০), আমান (১৯), বিশাল (২০) এবং আরও অজ্ঞাত ২০-২২ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপাড়া মোড়ের রমজান নামের এক ব্যক্তির চায়ের দোকানে বসে ছিলেন সাহানুর রহমান সিজ্জিন। এসময় একদল যুবক তাকে ঘিরে ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই ও অপহরণের চেষ্টা করে। তার কাছ থেকে চান্দি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

চা দোকানদার রমজান জানান, এ দৃশ্য দেখে এগিয়ে গেলে হামলাকারীরা মাসুদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের একটি আঙুল কেটে পড়ে যায়, অন্যান্য আঙুল ঝুলে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, বিষয়টি এখনও আমার নজরে আসেনি। তবে, ভুক্তভোগী অভিযোগ করে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালিয়া থানার ঘোষপাড়া মোড়ে সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে

রাজশাহীতে সংঘবদ্ধ হামলা ও ছিনতাই, আহত

আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোষপাড়া মোড়ে সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মাসুদ রানা (৩২) নামের এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮ নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ঘোষপাড়া মোড়ে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বড় ভাই মো. রাসেল উদ্দীন (৩৫) এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঠানপাড়া এলাকার অনিক (২৪), জীবন (২৪), সাব্বির (২৪), স্বাধীন (১৯), নিলয় (১৯), সিজান (২০), আমান (১৯), বিশাল (২০) এবং আরও অজ্ঞাত ২০-২২ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপাড়া মোড়ের রমজান নামের এক ব্যক্তির চায়ের দোকানে বসে ছিলেন সাহানুর রহমান সিজ্জিন। এসময় একদল যুবক তাকে ঘিরে ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই ও অপহরণের চেষ্টা করে। তার কাছ থেকে চান্দি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

চা দোকানদার রমজান জানান, এ দৃশ্য দেখে এগিয়ে গেলে হামলাকারীরা মাসুদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের একটি আঙুল কেটে পড়ে যায়, অন্যান্য আঙুল ঝুলে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, বিষয়টি এখনও আমার নজরে আসেনি। তবে, ভুক্তভোগী অভিযোগ করে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।