ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

অধ্যাপক বদিউর রহমান ও জামসেদ আনোয়ার তপনকে নেতৃত্বে উদীচী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (আজ) সংগঠনটির ২৩তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনের শেষ দিনে সারাদেশ থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনো শত ষড়যন্ত্রে” – এই স্লোগানকে ধারণ করে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শিশু একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়, যা শনিবার শেষ হয়। সারাদেশ থেকে সাড়ে ৫শ’র বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।

কাউন্সিলের বিষয় নির্বাচনী কমিটি ৪টি সদস্য পদ কো-অপশনের জন্য শূন্য রেখে ৮৭ জনের নাম ঘোষণা করে। প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে উদীচীর ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদ অনুমোদিত হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, “বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে এর নেতৃত্ব নির্বাচিত হয়। সম্মেলনে আগত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের কমিটি গঠিত হয়েছে।”

তপন আরও বলেন, “১৯৭১ ও ২০২৪ সালের সংগ্রামকে ধারণ করে দেশে সর্বব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে উদীচীর সংস্কৃতি কর্মীরা নিজেদের যুক্ত করবে। এই হলো এ সম্মেলনের শপথ।”

২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে চলমান ।রাজনৈতিক-সাংস্কৃতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদীচীর এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নতুন কমিটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


জে. সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অধ্যাপক বদিউর রহমান ও জামসেদ আনোয়ার তপনকে নেতৃত্বে উদীচী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত

আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (আজ) সংগঠনটির ২৩তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনের শেষ দিনে সারাদেশ থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনো শত ষড়যন্ত্রে” – এই স্লোগানকে ধারণ করে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শিশু একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়, যা শনিবার শেষ হয়। সারাদেশ থেকে সাড়ে ৫শ’র বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।

কাউন্সিলের বিষয় নির্বাচনী কমিটি ৪টি সদস্য পদ কো-অপশনের জন্য শূন্য রেখে ৮৭ জনের নাম ঘোষণা করে। প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে উদীচীর ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদ অনুমোদিত হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, “বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে এর নেতৃত্ব নির্বাচিত হয়। সম্মেলনে আগত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের কমিটি গঠিত হয়েছে।”

তপন আরও বলেন, “১৯৭১ ও ২০২৪ সালের সংগ্রামকে ধারণ করে দেশে সর্বব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে উদীচীর সংস্কৃতি কর্মীরা নিজেদের যুক্ত করবে। এই হলো এ সম্মেলনের শপথ।”

২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে চলমান ।রাজনৈতিক-সাংস্কৃতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদীচীর এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নতুন কমিটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


জে. সি