দুইজন মাদককারবারিকে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার
দুইজন মাদককারবারিকে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার

- আপডেট সময় : ১২:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামস্থ জনৈক রবু মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ১০:৩০ টায় দুইজন মাদককারবারিকে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ সেলিম রেজা (৩২) ও ২। মোঃ জাহিদুল ইসলাম সনি (২৮)। মোঃ সেলিম রেজা রাজশাহী জেলার গোদাগাড়ীর থানার গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর পুত্র এবং মোঃ জাহিদুল ইসলাম সনি একই জেলার একই থানার মহিষালবাড়ী গ্রামের মোঃ সাইফুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পিএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমীন শামীম ফোর্স-সহ গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামস্থ জনৈক রবু মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পিএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:৩০ টায় অভিযুক্ত মোঃ সেলিম রেজার দেহ তল্লাশি করে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পকেট হতে দুইটি নীল রঙের জিপারযুক্ত এয়ারটাইট পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।