আগস্ট বিপ্লবের পরাজিত শক্তিরা আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, চক্রান্তের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে তারা
রাবিতে আল কুরআন অবমাননার প্রতিবাদে গণ কোরআন তিলাওয়াত কর্মসূচি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আল- কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদস্বরূপ গণ কোরআন তেলাওয়াত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি)বিকাল ৪টায় শহীদ মিনার মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাওয়াহ কমিউনিটির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য , শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাধারন শিক্ষার্থীরা ও আর অনেকেই।
উপ-উপাচার্য ড.মঈনুদ্দীন খান বলেন,সুরা সফ এর ৮ নং আয়াত উল্লেখ করে বলেন”তারা চায় আল্লাহর নুরকে নির্বাপিত করতে,কিন্তু আল্লাহ তা পর্যবলিত করবেনই” যারা এটা করেছে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ ভালভাবে চলুক এটা চায় না।আগস্ট বিপ্লবের পরাজিত শক্তিরা আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তারা চক্রান্তের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে।
আয়োজক কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুয়েবুল হাসান বলেন, রাবির আবাসিক হলগুলোতে পবিত্র কুরআনে আগুন দেওয়া এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার মাধ্যমে বিভিন্নভাবে মুসলমানদেরকে উসকে দেওয়ার চেষ্টা করছে চক্রাকারীরা। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা চালানো হচ্ছে আমরা তার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, আজকের এই গণ কুরআন তিলাওয়াত কর্মসূচি তারই অংশ। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুরআন পোড়ানোর প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। কে বা কারা এই কর্মকাণ্ড করেছে তার কোনো হদীস এখনো পাইনি। তবে তাদের এই কর্মকাণ্ডের বিপরীতে আমরা কোরআনের বাণীর সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীরাগণ কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি। আমরা আমাদের কোরআনের অবননার বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।
এই সময় সেখানে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী পৃথিবীর রাষ্ট্রের ইনস্টিটিউশন সম্পাদক মেহেদী হাসান বিভাগের শিক্ষার্থী রাকিব এবং দর্শন বিভাগের স্বীকৃতি সুন্দর
উল্লেখ্য,গত রবিবার (১২জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ টি হলে ও(১০ জানুয়ারি) কেন্দ্রীয় মসজিদে কুরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ এ গণ কুরআন তেলাওয়াত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি