শিক্ষার্থীদের নামে অসম্পূর্ণ নিউজ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ

- আপডেট সময় : ০৫:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
” বহিরাগতদের নিয়ে রাবির প্রশাসন ভবনে তালা দিলেন সমন্বয়ক সালাউদ্দিন “প্রতিবেদনের প্রতিবাদ ও বহিরাগত হিসেবে আক্ষায়িত করায় প্রতিবাদলিপি দিয়েছে অভিযুক্ত শিক্ষার্থীবৃন্দ।
আজ বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ লিপি দিয়েছে শিক্ষার্থীবৃন্দ। যেখানে তারা বলেছে, গত ২ জানুয়ারী ২০২৫ ” রাজ টাইমস২৪” পত্রিকায় “বহিরাগতদের নিয়ে রাবির প্রশাসন ভবনে তালা দিলেন সমন্বয়ক সালাউদ্দিন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হয়। যেটি আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা। এই নিউজের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাথে বাইরের শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের সহিংসতা ও সাংঘর্ষিক হবে বলে মনে করছি।
আমরা শিক্ষার্থীরা উপরোক্ত প্রতিবেদনটিতে অসম্পূর্ণ অনুসন্ধান, ব্যক্তিগত তথ্য প্রকাশ ও শব্দের ভুল চয়ন ও ব্যবহারের কারণে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে এবং আমাদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ফলে নানা ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তার কথা না ভেবে সহিংসমূলকভাবে এই নিউজ প্রচার করা হয়েছে।
আমাদের ব্যক্তিগত তথ্য প্রকাশের পূর্বে যোগাযোগ করা কিংবা অনুমতি গ্রহণ করা হয়নি এবং প্রচারিত তথ্যের বিষয়ে ব্যাখ্যা ও দাবী করা হয়নি, যা সাংবাদিকতা নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছি। আমরা এর তিব্র নিন্দা ও যে সাংবাদিক এই নিউজটা করেছে ও যে প্রতিষ্ঠান প্রকাশ করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে নিউজে অভিযুক্ত শিক্ষার্থীদের মুঠো ফোন কল দিলে তারা বলেন, আমরা গণঅভ্যুত্থানে লড়াই সংগ্রামে সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি মার খেয়েছি। আমার শহরে আজকে আমি বহিরাগত। আমাদের নিয়ে এভাবে নিউজ কোনো ভাবে কাম্য নয়। রাজ বার্তা২৪ নিউজে প্রকাশিত সংবাদ আমাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। এমন অসম্পূর্ণ নিউজ ও এত বিস্তারিত শিক্ষার্থীদের তথ্য দেয়া মনে হয়না কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে। আমরা যে এই নিউজ করেছে তার বহিস্কার ও একই সাথে ক্ষমা ছেলে তারা নিউজ প্রকাশিত করবে। অন্যথায় আমরা বৃহত্তর ব্যবস্থা গ্রহণ করব।
প্রসঙ্গত, প্রকৃত বক্তব্য এই যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দীন আম্মারের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মহানগরের সাধারণ শিক্ষার্থীরাও “পোষ্যকোটা বিরোধী আন্দোলন” এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে কোনরকম সহিংসতামূলক আচরণ প্রদর্শন করেননি।শান্তিপূর্ণভাবে সবার সাথে আন্দোলনে অংশ নেন।
অভিযুক্ত শিক্ষার্থীদের একটি অংশ জুলাইগণ-অভ্যুত্থানে সম্মুখসারি হতে আন্দোলনে নেতৃত্ব প্রদান ও অংশগ্রহণ করেন।শিক্ষার্থীরা সদা অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে অবস্থান নিয়ে লড়ে আসছেন। মহানগরের শিক্ষার্থীদের এভাবে অপতথ্য প্রচারের মাধ্যমে হেনস্তা ও তাদের ব্যক্তিগত তথ্য প্রচারকে শিক্ষার্থীরা একটি অপ-সাংবাদিকতা হিসেবে বিবেচনা করে।
গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে “বহিরাগতদের নিয়ে রাবির প্রশাসন ভবনে তালা দিলেন সমন্বয়ক সালাউদ্দিন” নামক শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ করে সংবাদ প্রকাশ করে পাঠক ও মহানগরের শিক্ষার্থীদের নির্দোষ হবার বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করার বিষয়েও তারা জনান।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি