রাসিক প্রশাসকের দায়িত্ব নিলেন খোন্দকার আজিম আহমেদ
- আপডেট সময় : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সোমবার অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের বদলিজনিত কারণে নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার রাসিকের জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করে।
রাসিক জানায়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ শাখা) ২৬ নভেম্বর তারিখের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২৪ (অংশ-১) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মাঠ প্রশাসন-২ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৩৯.০৮.০১১.২-৫৫০ বদলি/পদায়নের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি