ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান রাবিতে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ উদযাপন উপলক্ষে গরু খাসি নিয়ে বিজয় মিছিল করেছে জিয়া হলের শিক্ষার্থীরা রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা ; ৪দফা দাবিতে অবস্থান কর্মসূচি রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্রাম্প ঢাবি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ১৪ প্রস্তাব

জিততে মরিয়া ট্রাম্প, শেষ দুই দিনে করবেন ৭ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:


আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী। প্রচারের শেষ দুই দিনে ৭টি সমাবেশ করবেন বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নর্থ ক্যারোলিনায় সমর্থকদের উদ্দেশে বলেন, রবিবার ও সোমবার ৭টি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি কঠোর পরিশ্রম করছি। কারণ আমাদের জিততে হবে।
ট্রাম্পের প্রচার শিবিরের কর্মসূচি থেকে জানা গেছে, ট্রাম্প রবিবার পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন।

তিনি সমর্থকদের বলেন, আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এদিকে, মূল নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে আগাম ভোট। ৪০টি অঙ্গরাজ্য থেকে এরই মধ্যে ৬ কোটি ৬০ লাখের বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ভোটার ট্র্যাকার। তাদের তথ্যমতে, ২০২০ সালের আগামী ভোটের তুলনায় এবার রেকর্ডসংখ্যক বেশি ভোট পড়েছে।

সর্বশেষ জরিপগুলোর তথ্য বলছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবেন, তা জানতে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সেদিন ফলাফল জানা যাবে না। ফলাফল জানতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ইলেক্টোরাল কলেজ গঠন করা নির্বাচকরা আগামী ১৭ ডিসেম্বর তাদের নিজ নিজ রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচতে একত্রিত হবেন। এরপর ২৫ ডিসেম্বর সিনেটের প্রেসিডেন্ট অবশ্যই ইলেক্টোরাল ভোট গ্রহণ করবেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন কমলা হ্যারিস।

এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনার সভাপতিত্ব করবেন। পরবর্তীতে কে নির্বাচিত হয়েছেন তা জানিয়েছেন দেবেন। সূত্র: বিবিসি


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিততে মরিয়া ট্রাম্প, শেষ দুই দিনে করবেন ৭ সমাবেশ

আপডেট সময় : ০৪:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নিউজ ডেস্ক:


আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী। প্রচারের শেষ দুই দিনে ৭টি সমাবেশ করবেন বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নর্থ ক্যারোলিনায় সমর্থকদের উদ্দেশে বলেন, রবিবার ও সোমবার ৭টি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি কঠোর পরিশ্রম করছি। কারণ আমাদের জিততে হবে।
ট্রাম্পের প্রচার শিবিরের কর্মসূচি থেকে জানা গেছে, ট্রাম্প রবিবার পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন।

তিনি সমর্থকদের বলেন, আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এদিকে, মূল নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে আগাম ভোট। ৪০টি অঙ্গরাজ্য থেকে এরই মধ্যে ৬ কোটি ৬০ লাখের বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ভোটার ট্র্যাকার। তাদের তথ্যমতে, ২০২০ সালের আগামী ভোটের তুলনায় এবার রেকর্ডসংখ্যক বেশি ভোট পড়েছে।

সর্বশেষ জরিপগুলোর তথ্য বলছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবেন, তা জানতে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সেদিন ফলাফল জানা যাবে না। ফলাফল জানতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ইলেক্টোরাল কলেজ গঠন করা নির্বাচকরা আগামী ১৭ ডিসেম্বর তাদের নিজ নিজ রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচতে একত্রিত হবেন। এরপর ২৫ ডিসেম্বর সিনেটের প্রেসিডেন্ট অবশ্যই ইলেক্টোরাল ভোট গ্রহণ করবেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন কমলা হ্যারিস।

এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনার সভাপতিত্ব করবেন। পরবর্তীতে কে নির্বাচিত হয়েছেন তা জানিয়েছেন দেবেন। সূত্র: বিবিসি


প্রসঙ্গনিউজ২৪/জে.সি