হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি
- আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তাকে।
মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে।’
২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি