ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে ড. ইউনূস দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উপদেষ্টা হাসান আরিফ আর নেই ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যও পদত্যাগ করেন৷ উপাচার্যের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন।

জুলাই বিপ্লবের ২ মাস পেরিয়ে গেলেও এখনো উপাচার্য পায়নি রাজশাহীর আ প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য শূণ্যতায় ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম। আজ ৬ অক্টোবর,(রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনটি পরবর্তীতে তালাইমারি মোড় হয়ে রুয়েট গেটের সামনে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা জানান, ভিসি না থাকায় ঠিকমতো পরীক্ষা হচ্ছে না,একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমতবস্থায় দীর্ঘ হচ্ছে সেশনজট। তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য হিসেবে এমন একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হোক যিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং আন্দোলনে সরাসরি সাহায্য করেছেন।

কর্মসূচিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন বলেন, ‘রুয়েটে স্বৈরাচারের দোসরদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে আমরা শিক্ষার্থীরা তা মেনে নেব না। আমরা রুয়েটের মধ্য থেকে এমন একজনকে ভিসি হিসেবে চাই যিনি ছাত্রবান্ধব হবেন এবং যার সাথে ছাত্রদের মাঝে ব্যারিয়ার থাকবেনা।’

মানববন্ধনে যন্ত্রকৌশল বিভাগের বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত দুর্জয় বলেন, ‘ভিসি না থাকায় উন্নয়নমূলক প্রকল্পগুলো আটকে আছে।শিক্ষার্থীরা আবাসিক সংকটে ভুগছে।’ এমন পরিস্থিতিতে রুয়েটের শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে স্বৈরাচারের দোসরদের নয়,সৎ,যোগ্য ও ছাত্রবান্ধব উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’

আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:


ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যও পদত্যাগ করেন৷ উপাচার্যের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন।

জুলাই বিপ্লবের ২ মাস পেরিয়ে গেলেও এখনো উপাচার্য পায়নি রাজশাহীর আ প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য শূণ্যতায় ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম। আজ ৬ অক্টোবর,(রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনটি পরবর্তীতে তালাইমারি মোড় হয়ে রুয়েট গেটের সামনে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা জানান, ভিসি না থাকায় ঠিকমতো পরীক্ষা হচ্ছে না,একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমতবস্থায় দীর্ঘ হচ্ছে সেশনজট। তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য হিসেবে এমন একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হোক যিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং আন্দোলনে সরাসরি সাহায্য করেছেন।

কর্মসূচিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন বলেন, ‘রুয়েটে স্বৈরাচারের দোসরদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে আমরা শিক্ষার্থীরা তা মেনে নেব না। আমরা রুয়েটের মধ্য থেকে এমন একজনকে ভিসি হিসেবে চাই যিনি ছাত্রবান্ধব হবেন এবং যার সাথে ছাত্রদের মাঝে ব্যারিয়ার থাকবেনা।’

মানববন্ধনে যন্ত্রকৌশল বিভাগের বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত দুর্জয় বলেন, ‘ভিসি না থাকায় উন্নয়নমূলক প্রকল্পগুলো আটকে আছে।শিক্ষার্থীরা আবাসিক সংকটে ভুগছে।’ এমন পরিস্থিতিতে রুয়েটের শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে স্বৈরাচারের দোসরদের নয়,সৎ,যোগ্য ও ছাত্রবান্ধব উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি