বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান

- আপডেট সময় : ০৩:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য ড. এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে বুধবার বিএমডিএ নিশ্চিত করেছে।
বিএমডিএ প্রতিষ্ঠায় আসাদুজ্জামানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি এ সংস্থার সাবেক নির্বাহী পরিচালক। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তাঁর ভাই। ২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছরের জন্য তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অফিসে যাচ্ছেন না তিনি।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি