সেশনজট নিরসনে দাবী না মানলে আমরন অনশন ধর্মঘট করার হুশিয়া শিক্ষার্থীবৃন্দের

- আপডেট সময় : ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং শিক্ষার্থীদের চুড়ান্ত পরীক্ষা গ্রহণ ও সেশনজট নিরসনের দাবীতে অবস্থান কর্মসূচী ও স্বারকলীপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং অনুষদের ২০১৯-২০ সেশনের বি.এসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীবৃন্দ।
বুধবার ২ জুন ২০২৪ রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং অনুষদের ২০১৯-২০ সেশনের বি.এসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীবৃন্দ পরিক্ষা নিয়ন্ত্রণ ও কলেজ পরিদর্শণ দপ্তরের সামনে অবস্থান কর্মসূচী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্বারক লিপি প্রদান করেছেন। যেখানে শির্ক্ষার্থীবৃন্দ সেশনজট নিরশণ ও তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছেন।
এই অবস্থান কর্মসূচিতে ২০১৯-২০ সেশনের বি.এসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীবৃন্দ কয়েকটি দাবি জানাচ্ছেন। তারা বলছে , ২০১৯-২০ সেশনের চুড়ান্ত পরীক্ষা দ্রুত গ্রহণের (সেপ্টেম্বর মাসের ১ম সপ্তাহে) উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান। ২. অধিভুক্ত কলেজসমুহ কর্তৃক প্রদত্ত রোডম্যাপ অনুসারে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ৩. অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে মার্চ ২০২৫ এর কম্প্রিহেন্সিভ পরিক্ষায় ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। ৪. নার্সিং অনুষদকে স্বতন্ত্রভাবে নার্সিং শিক্ষকদের মাধ্যমে পরিচালনাকরণ। যদি তাদের এই দাবি মেনে নেয়া না হয় তবে তারা এই আন্দোলন আরো জোরালো করবে। যেখানে তারা আমরন অনশন ধর্মঘট করার কথা জানিয়েছেন।
বিষয়টির সত্যতা জানতে গণমাধ্যমকর্মী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আনোয়ার হাবিবের মুঠো ফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা কালীন পরিস্থিতির কারণে সেশনজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পরীক্ষা নেয়ার জন্য পরীক্ষকদের সাথে কথা বললে তারা অনীহা প্রকাশ করে এবং বই কমপ্লিট না হওয়ার কারণে সেশন জোটের সৃষ্টি হয় বলে জানান।
এমন পরিস্থিতিতে তাকে আবার প্রশ্ন করা হয় যে আপনি টিচারদের নির্দেশে চলেন না আপনার নোটিশ অনুযায়ী টিচাররা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন এই প্রশ্নের জবাবটি করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ব্যস্ততার ভাব দেখিয়ে পরে কথা বলব বলে ফোন লাইনটি কেটে দেন।
প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীভুক্ত বি.এসসি. ইন নার্সিং কোর্সের ২০১৯-২০ সেশনে সরকারি – বেসরকারি মিলে মোট কলেজ ১৮ টি এবং মোট শিক্ষার্থী ৮৬৬ জন। সকল বর্ষ মিলে মোট কলেজ প্রায় ৪৪ টি এবং মোট শিক্ষার্থী প্রায় ২৮০০ জনের বেশি।
উক্ত অবস্থান কর্মসূচি ও স্বারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন, রিফাত আল মাহমুদ, সভাপতি, রাজশাহী নার্সিং কলেজ , শাহরিয়ার ইসলাম এস ডাবলু , সাধারণ সম্পাদক ওয়েলফেয়ার অর্গানাইজেশন , মো. রায়হান ইসলাম, সভাপতি, এস.এন.ও.ডবলিউ স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রংপুর, আফরোজা সিনিয়র সহ-সভাপতি এসডাব্লু ও লালমনিরহাট নার্সিং কলেজ, আব্দুল্লাহ আল সাদাত কোষাধক্ষ্য এস.ডবলিউ.ও নার্সিং কলেজ দিনাজপুর , নাহিদ হোসেন দপ্তর সম্পাদক এস.বি.জি.এস.এন সোসাইটি অফ বাংলাদেশ গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি শাখা রাজশাহী সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি