সংবাদ শিরোনাম ::
সাপের কামড়ে রাবি ছাত্রের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
পদ্মার পাড়ে ঘুরতে গিয়ে সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যু শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির মনোবিজ্ঞান বিভাগের ছাত্র। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মজিবুল হক আজাদ।
সাব্বির মনোবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাটে।
সহপাঠীরা জানান, গত ৫ মে সন্ধ্যায় পদ্মার পাড়ে আড্ডা দেওয়া অবস্থায় সাপে কামড় দেয়। তখনি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু গতকাল সেখানে সে মারা যায়।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি