রাজশাহী খেলা ঘরের আয়োজনে মে দিবস উৎযাপন
- আপডেট সময় : ০৫:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
মহান মে দিবসকে কেন্দ্র করে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় (১মে) রাজশাহী নগরীর আলুপট্টি মোড় বঙ্গবন্ধু চত্তরে খেলাঘর রাজশাহী জেলা কমিটির আয়োজনে মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর রাজশাহী জেলা কমিটির সভাপতি ডা. এফ.এম.এ.জাহিদ। সঞ্চালনায় ছিলেন খেলাঘর রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাদ, খেলাঘর রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি সেলিম মনোয়ার, দিলীপ কুমার ঘোষ সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী, কামারউল্লাহ সরকার সভাপতি মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহী এবং খেলাঘর রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি আফতাব হোসেন কাজল।
সাংস্কৃতিক অধিবেশনে সংগীত পরিবেশনা করেন খেলাঘর রাজশাহী জেলা কমিটি । তাছাড়াও আয়োজনে অনুষ্ঠিত হয়ে কবিতা আবৃত্তি নৃত্য ও গনসংগীত পরিবেশনা।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি