ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান রাবিতে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ উদযাপন উপলক্ষে গরু খাসি নিয়ে বিজয় মিছিল করেছে জিয়া হলের শিক্ষার্থীরা রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা ; ৪দফা দাবিতে অবস্থান কর্মসূচি রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্রাম্প ঢাবি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ১৪ প্রস্তাব

রাত পেরুলেই নওগাঁ-২ আসনে নির্বাচন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে নির্বাচনে ভোট গ্রহন আগামীকাল ১২ ফেব্রুয়ারী সোমবার। এতে প্রতিদ্বন্দিতা করছেন চারজন প্রার্থী। বিজয়ের ব্যাপারে প্রত্যকেকেই আশাবাদী। জনগণ যাকে সর্বোচ্চ ভোট দিবেন তিনি হবেন এই আসনের এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার (নৌকা প্রতীক)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটর সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এইচ এম আখতারুল আলম (ট্রাক প্রতীক) । মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা ( ঈগলপ্রতীক)। জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওগাঁ জেলা জাপার সভাপতি তোফাজ্জল হোসেন( লাঙ্গল প্রতীক)।

উল্লেখ্য ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় । এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় ইসি ভোট স্থগিত ঘোষনা করেন। গত ৮ জানুয়ারি পুনরায় নওগাঁ-২ আসনের তফসিল ঘোষণা করা হয় । যার সকল প্রক্রিয়া শেষে কাল ভোট গ্রহন হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ,পত্নীতলা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন।
নির্বাচনে ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। এবং ৭১ টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪০২ এবং অস্থায়ী ২৮ টি।

অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, মহিলা ৭৮ হাজার ৭১৩ ও তৃতীয় লিঙ্গের ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন। এবং ৫৩ টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২৯১ এবং অস্থায়ী ১৩ টি।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আনসার, বিজিবি,পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, চেকপোস্ট, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকছে। এছাড়া পত্নীতলায় ১২ জন এবং ধামইরহাট উপজেলায় ৯ জন নির্বাহী মাজিস্ট্রেট থাকবে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মওলা এক প্রেস রিলিজে জানানা আগামীকাল ভোর ৫ টার সময় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় পত্নীতলা ও ধামইরাট থেকে ব্যালট পেপার বিতরণ করা হবে। এবারই প্রথমবার ভোটের দিন সকালে ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে।

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। গত শুক্রবার এই আসনের প্রিজাইডিং অফিসারদের রিফ্রেসার্স প্রশিক্ষণে সবাইকে নিরেপক্ষ ন্যায় সঙ্গতভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাত পেরুলেই নওগাঁ-২ আসনে নির্বাচন

আপডেট সময় : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে নির্বাচনে ভোট গ্রহন আগামীকাল ১২ ফেব্রুয়ারী সোমবার। এতে প্রতিদ্বন্দিতা করছেন চারজন প্রার্থী। বিজয়ের ব্যাপারে প্রত্যকেকেই আশাবাদী। জনগণ যাকে সর্বোচ্চ ভোট দিবেন তিনি হবেন এই আসনের এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার (নৌকা প্রতীক)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটর সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এইচ এম আখতারুল আলম (ট্রাক প্রতীক) । মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা ( ঈগলপ্রতীক)। জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওগাঁ জেলা জাপার সভাপতি তোফাজ্জল হোসেন( লাঙ্গল প্রতীক)।

উল্লেখ্য ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় । এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় ইসি ভোট স্থগিত ঘোষনা করেন। গত ৮ জানুয়ারি পুনরায় নওগাঁ-২ আসনের তফসিল ঘোষণা করা হয় । যার সকল প্রক্রিয়া শেষে কাল ভোট গ্রহন হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ,পত্নীতলা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন।
নির্বাচনে ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। এবং ৭১ টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪০২ এবং অস্থায়ী ২৮ টি।

অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, মহিলা ৭৮ হাজার ৭১৩ ও তৃতীয় লিঙ্গের ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন। এবং ৫৩ টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২৯১ এবং অস্থায়ী ১৩ টি।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আনসার, বিজিবি,পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, চেকপোস্ট, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকছে। এছাড়া পত্নীতলায় ১২ জন এবং ধামইরহাট উপজেলায় ৯ জন নির্বাহী মাজিস্ট্রেট থাকবে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মওলা এক প্রেস রিলিজে জানানা আগামীকাল ভোর ৫ টার সময় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় পত্নীতলা ও ধামইরাট থেকে ব্যালট পেপার বিতরণ করা হবে। এবারই প্রথমবার ভোটের দিন সকালে ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে।

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। গত শুক্রবার এই আসনের প্রিজাইডিং অফিসারদের রিফ্রেসার্স প্রশিক্ষণে সবাইকে নিরেপক্ষ ন্যায় সঙ্গতভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি