ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বানেশ্বরে দোকানপাট ১ঘন্টা বন্ধ; প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরে বণিক সমিতির সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীগণেরা। বৃহস্প্রতিবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত বানেশ্বর বাজার বণিক সমিতির ডাকে মাইকিং করে বানেশ্বর হাটবাজারের সকল দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
ব্যবসায়ী ওসমান আলীর উপর হামলার প্রতিবাদে বিকাল ৪টার দিকে মিছিল নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র ঈগলের প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা শ্লোগান দিতে দিতে ট্রাফিক মোড়ে দিকে যেতে থাকলে পুঠিয়া থনা পুলিশ আইনশৃংখো অবনতির অশংকায় বাধা সৃষ্টি করেন। এ সময় বাধা পেয়ে তারা হাওয়া প্লাজার নিচে এক প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান বক্তব্য দেন।
তিনি বক্তব্যে বলেন, নৌকার প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে পুঠিয়া-দুর্গাপুরে আমার লোকদের উপর হামলা, পুকুরে মাছ লুট, বাড়ি-ঘর ভাংচুর, লুটপাটের ঘঁনা ঘটাছে। গত বুধবার বিকালে বিশিষ্ঠ্য ব্যবসায়ী ওসমান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে আবুল কালামের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করে। এরপর শহীদ নাদের আলী স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুব আলম বাবু শেখের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর, লুটপাট ও মারধর করে আহত করে। এসব হামলার ভিডিও ফুটেজ থাকলেও থানা পুলিশ রহস্য জনক কারণে আসামী আটক করছেনা। তিনি আগামী তিন দিনের আলটেটিয়াম দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে আসমীদের আটক না করলে আমরা আরো কঠোর সর্মসূচিত যেতে বাধ্য হবো বলে ঘোষণা দেন।
বানেশ্বর বণিক সমিতির সভাপতি যুবাইর বলেন, গতকাল বুধবার বিকালে আমাদের বণিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত ভাবে হামলা চালায় কতিপয় সন্ত্রাসীরা। তারা এসময় ওসমান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে লুটপাট করে তাকে মারধোর করে। এরই প্রতিবাদে আমরা ১ঘন্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছি। গত দিনের ঘটনায় ওসমান আলী বাদি হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কোন ধরনে পদক্ষেপ দেখতে পাচ্ছিনা। এছাড়াও তিনি এসব হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বানেশ্বরে আইন শৃঙ্খলার কোন ধরনের অবনতি যেন না হয় সেই জন্য আমরা শতর্ক অবস্থানে আছি। গত ঘটনায় একটি মামলা হয়েছে। মামরা আসামীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানান এ কর্মকর্তা ।
উল্লেখ্য, বানেশ্বর হাটের একচ্ছত্র আধিপত্য বজার রাখার জন্য বানেশ্বর ইউনিয়ন আ‘লীগে সাধারণ সম্পাদক ও নৌকার একনিষ্ঠ কর্মী আবুল কালাম আজাদের কর্মী সমর্থকের এ হামলা চালায়। এ সময় শতাধিক উঠতি বয়সের যুবক লোহার রড, হকিস্টিক, চাপাতি হাতে নিয়ে দলিয় শ্লোগান দিতে দিতে বানেশ্বর হাটের বিশিষ্ট ব্যবসায়ী ও বানেশ্বর সাবেক হাট ইজারাদ ওসমাল আলীর সারের দোকনের শাটারে লাথি গালিগালাজ এবং ওসমান আলীরকে লাঞ্ছিত করে। এছাড়াও তারা তাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে সেখান থেকে বানেশ্বর ট্রাফিক মোড়ে যায়। পরে চারঘাট রোডে অবস্থিত বাবু শেখ এর বাড়িতে হামলা চালিয়ে বাবু শেখকে লাঞ্ছিত করে বাড়ির ভিতরে ভাঙচুর চালায়্ এবং বানেশ্বরের সবজি বাজারে সুজন নামের একজনকে মরাধর করে গুরুতর আহত করে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি