ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সারা দেশের মতো রাজশাহীতে পালিত হলো বই উৎসব

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


মহামারি করোনার কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। তবে আজ বছরের শুরুর দিনেই আড়ম্বরপূর্ণভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নতুন বই।

সোমবার (১ জানুয়ারি) প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব রাজশাহী নগরীর বিভিন্ন স্কুলের খেলার মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব ও স্কুল বাস উদ্বোধন হয়েছে।

আজ  সকাল ১১টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে বই উৎসবে বেলুন ফেস্টুন উড়িয়ে  উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন।  সভাপত্বি করেন কমিশনার, রাজশাহী মেন্ট্রপলিটন পুলিশ  বিপ্লব বিজয় তালুকদার ।

সারা দেশের মতো প্রান্তিক পর্যায়েও সকল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী বই দিচ্ছেন । যার মাধ্যমে সকল শিক্ষার্থী বই পাচ্ছে ও পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে। শতবাধা সর্ত্বেও বিশ্বে একমাত্র দেশ যেখানে বছরের প্রথম দিনে বই উৎসব পালিত হয় বলে বক্তব্য দেন প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন।

 

নতুন বই পেয়ে শিক্ষার্থীবৃন্দ খুশি হয়ে অনেকেই নতুন বইয়ের গন্ধ নিচ্ছে ও আনন্দের সাথে নাচতে গাইতে বাড়ি ফিরে যাচ্ছে। তবে অনেকেই বলছে বছরের শুরুতে বই পেয়ে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় এবং বই পড়ার জন্য সময় পাওয়া যায়। আর এই নতুন বইয়ের গন্ধ যেন মন ভরিয়ে দেয়। সবমিলিয়ে আমরা খুবই আনন্দিত।

 

এই বই উৎসবে ছাত্র-ছাত্রীদের উদ্যেশে সভাপতি বলেন,  মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মা কষ্ট পেলে যেমন আমরা কষ্ট পাই তেমনি দেশেরে ক্ষতি হলে আমাদেরও কষ্ট হবে। তাই এই লাইনটির মতো দেশকে ভালোবাসতে হবে একই ভাবে পরাশক্তি থেকে দেশকে মুক্ত করতে হবে ও নিজেকে গড়ে তুলতে হবে সেই জাতীয় সংগীতের লাইনের মতো, এই প্রত্যাশা তোমাদের কাছে করি।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাব অনুযায়ী, দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারা দেশের মতো রাজশাহীতে পালিত হলো বই উৎসব

আপডেট সময় : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:


মহামারি করোনার কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। তবে আজ বছরের শুরুর দিনেই আড়ম্বরপূর্ণভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নতুন বই।

সোমবার (১ জানুয়ারি) প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব রাজশাহী নগরীর বিভিন্ন স্কুলের খেলার মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব ও স্কুল বাস উদ্বোধন হয়েছে।

আজ  সকাল ১১টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে বই উৎসবে বেলুন ফেস্টুন উড়িয়ে  উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন।  সভাপত্বি করেন কমিশনার, রাজশাহী মেন্ট্রপলিটন পুলিশ  বিপ্লব বিজয় তালুকদার ।

সারা দেশের মতো প্রান্তিক পর্যায়েও সকল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী বই দিচ্ছেন । যার মাধ্যমে সকল শিক্ষার্থী বই পাচ্ছে ও পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে। শতবাধা সর্ত্বেও বিশ্বে একমাত্র দেশ যেখানে বছরের প্রথম দিনে বই উৎসব পালিত হয় বলে বক্তব্য দেন প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন।

 

নতুন বই পেয়ে শিক্ষার্থীবৃন্দ খুশি হয়ে অনেকেই নতুন বইয়ের গন্ধ নিচ্ছে ও আনন্দের সাথে নাচতে গাইতে বাড়ি ফিরে যাচ্ছে। তবে অনেকেই বলছে বছরের শুরুতে বই পেয়ে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় এবং বই পড়ার জন্য সময় পাওয়া যায়। আর এই নতুন বইয়ের গন্ধ যেন মন ভরিয়ে দেয়। সবমিলিয়ে আমরা খুবই আনন্দিত।

 

এই বই উৎসবে ছাত্র-ছাত্রীদের উদ্যেশে সভাপতি বলেন,  মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মা কষ্ট পেলে যেমন আমরা কষ্ট পাই তেমনি দেশেরে ক্ষতি হলে আমাদেরও কষ্ট হবে। তাই এই লাইনটির মতো দেশকে ভালোবাসতে হবে একই ভাবে পরাশক্তি থেকে দেশকে মুক্ত করতে হবে ও নিজেকে গড়ে তুলতে হবে সেই জাতীয় সংগীতের লাইনের মতো, এই প্রত্যাশা তোমাদের কাছে করি।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাব অনুযায়ী, দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।


প্রসঙ্গনিউজ২৪/জে.সি