দুর্গাপুরে নৌকার প্রার্থী দারার গণসংযোগ ও পথসভা
- আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
দুর্গাপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলজ্বাজ আব্দুল ওয়াদুদ দারা ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চান।
এ সময় তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকা প্রতীককে বিজয়ী করার অনুরোধ জানান। এছাড়াও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: ডাবলু সরকার ,দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নাজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, আওয়ামী লীগের সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা যুবলীগের সাবেক আবু সালেহ, শরিফুজ্জামান শরীফ, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক, নাজমুস সাদাত দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, জয়নগর চেয়ারম্যান মিজানুর রহমান, কিসমত গণকৈড় চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পানানগর ইউপি চেয়ারম্যান, আজাহার আলী খাঁসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে বিকেলে উপজেলার পাচুঁবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভার আয়োজন করা হয়। পথসভায় রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আব্দুল দারা বলেন, উন্নয়ন মার্কা হচ্ছে নৌকা। সুতরাং নৌকাকে বিজয়ী করলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকের ভোট দেয়ার আহবান জানান তিনি।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি