রাজশাহী-৫ আসনের জাপা প্রার্থীর বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা
- আপডেট সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জার্তীয় পার্টির মনোনীত প্রাথী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে দুর্বৃত্তরা। আজ রাত পৌনে এগারটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় তার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টির প্রাথী অধ্যাপক আবুল হোসেন।
তিনি জানান, রাতে কয়েকজন দূবত্ত এসে তার বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। তিনি রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছেন। সকালে তার গ্রামের বাড়িতে যাবেন। এ বিষয়ে তিনি পুলিশকে অবহিত করেছেন।
স্থানীরা সূত্রে জানা যায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় রাজশাহী-৫ আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি সাথে সাথে স্থানীয়রা দেখলে বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। তবে এতে কেউ আহত হয়নি।
রাজশাহী পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান জানান , আমরা বিষয়টি শুনেছি সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি