বাঘায় চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ, দগ্ধ ১
- আপডেট সময় : ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলাধীন ছাতারী এলাকায় পণ্যবাহী ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক শ্রী মানিক দাস(৪০) গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত ট্রাক চালক মানিক দাস মাগুরা সদর উপজেলার পটিয়া গ্রামের মৃত গরুপদ দাসের ছেলে। মঙ্গলবার রাত্রি সাড়ে ১২টার দিকে ছাত্রী প্রাণী সম্পদ অফিসের কাছে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চাউল বোঝাই করে ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাঘা উপজেলার ছাতারী ( প্রাণী সম্পদ অফিস) সামনে আসলে দুর্বৃত্তরা ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন লেগে যায় এবং চালকের মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলশে যায়। আহত চালককে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গ্রামী চাউল ভর্তি একটি ট্রাক প্রাণী সম্পদ অফিসে কাছে রাত সারে বারটার দিকে পৌঁছালে দূর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়।
এতে চালক শরীরের বিভিন্ন অংশে অগ্নিদগ্ধ হয়। থানা পুলিশ ঘটনার স্থানে উপস্থিত হয়ে ডাইভারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে কুষ্টিয়া থেকে ট্রাকচালকের আত্নীয়রা ও চাউলের মালিক এসেছেন।তাদেরকে সব বুঝিয়ে দেওয়া হবে। ককটেল নিক্ষেপ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি