ভারশোঁ ইউপির জনসাধারণের সাথে চেয়ারম্যান সুমনের সৌজন্যে সাক্ষাৎ

- আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের(ইউপি)’র বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। শনিবার(২৫ নভেম্বর) ভারশোঁ ইউনিয়ন(ইউপি)’র জনসাধারণের সাথে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে এ সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি।
এছাড়াও ইউপির বিভিন্ন এলাকায় ৪০ দিনের কর্মসূচি কাজের পরিদর্শনের পাশাপাশি ইউপির বিলউথরাইল উত্তর ও পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ প্রদান করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
ভারশোঁ ইউনিয়নের বেশকিছু জনসাধারণ গন জানান, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার যে পরিমান উন্নয়ন কাজ করেছেন, তার ছিটেফোঁটাও আগের চেয়ারম্যানরা করতে পারেনি।
এরকম জনপ্রতিনিধি প্রতিটি এলাকার জন্য প্রয়োজন। একজন জনপ্রতিনিধি যদি সাধারণ মানুষের সাথে উঠা বসা না করে, সে জনপ্রতিনিধি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে কেমন করে। যেমন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন তার ইউনিয়নের অসহায় দরিদ্র থেকে শুরু করে যেকোন মানুষের কোন বিপদ আপদের কথা শোনা মাত্র ছুটে গিয়ে পাশে দাড়ান। খোঁজ খবর নেন, কোন সমস্যা হলে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার চেষ্টা করেন।
আজ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের জন্য ভারশোঁ ইউনিয়নের মানুষ অনেক ভালো আছেন। আগামীতেও তাকাই আমরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন,আমি এমপির দিকনির্দেশনা অনুযায়ী দলের পাশাপাশি জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি,দলের সুদিনে অনেক নেতা এমপি মহোদয়ের কাছে থেকে সুযোগ সুবিধা ভোগ করেছে। আজ তারা এমপির দূর্দিনে সটকে পড়েছেন।
কিন্তু আমি এখনো এমপি মহোদয়ের নির্দেশনা ছাড়া গাছের একটা পাতাও ছিঁড়ি না। বাকিটা সময়ও আমি মান্দার মাটি ও মানুষের নেতা এমপি এমাজউদ্দীন প্রামানিকের সাথে থেকে তার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে দল ও ভারশোঁ ইউপি বাসীর উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি