তফসিল ঘোষণায় তানোরে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রাজশাহীর তানোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের ব্যানারে গোল্লাপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান দক্ষিণের সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান সাবেক ইউপি সভাপতি নাজিমুদ্দিন বাবু, তালন্দ ইউপি আওয়ামী লীগের সভাপতি মেম্বার আবুল হাসান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন, কামারগাঁ ইউপির উত্তর শাখার যুবলীগ সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র উপজেলার বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী কে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি