বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতার মামলায় শরিফুল ইসলাম বিশু আটক
- আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নাশকতায় অর্থায়নের অভিযোগে শরিফুল ইসলাম বিশু(৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ আব্দুল কুদ্দুস ছেলে শরিফুল ইসলাম বিশু স্থানীয় যুবদলের রাজনাতির সঙ্গে জড়িত। সে বিএনপি ও জামায়াতকে অর্থ দেয়ার পাশাপাশি সন্ত্রাস ও নাশকতায় অংশ নেয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শরিফুল ইসলাম বিশুকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ মামলা দায়ের হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, সার ও কীটনাশক ব্যবসায়ী শরিফুল ইসলাম বিশু পুকুর সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে কোটি কোটি টাকা আয় করেছে। স্থানীয় যুবদলের নেতা হলেও আওয়ামীলীগের উপজেলা পর্যায়ে কয়েকজন নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রেখে পুকুর টেন্ডার জালিয়াতি করে আসছিল।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি