দুর্গাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে পুণরায় সভাপতি রবি, সম্পাদক রসুল
- আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবি। এর আগেও পরপর দু’বার সংগঠনটির সভাপতি ছিলেন তিনি। এছাড়াও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম রসুল। এর আগের কমিটিতেও তিনি সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের মিনি হলরুমে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন রবিউল ইসলাম রবি। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম রসুল।
এর আগে গত ৫ নভেম্বর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষদিন ছিলো ৭ নভেম্বর। ৮ নভেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের শেষদিন ছিলো। ৯ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।
একই সাথে সাংবাদিক সমাজের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন শিশির। এছাড়া সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী থাকায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজান মাহী। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজামাল প্রামাণিক শূন্য ভোট পেয়েছেন। ২ জন ভোটার ভোট কেন্দ্রের আশেপাশে থাকলেও দেননি।
নির্বাচনে তদারকি কর্মকর্তা হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম। পোলিং অফিসার ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানা ও উপজেলা টেকনিশিয়ান আমিনুল ইসলাম।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
উপজেলা পরিষদের মিনি হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল করিম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল হক টুলু, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী সহ সমাজের বিশিষ্টজনরা।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি