গোদাগাড়ীতে বিস্ফোরক মামলায় ৫ জন গ্রেফতার

- আপডেট সময় : ০১:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় বিএনপির ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় তাদের মামলা দেখানো হয়েছে । গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন, গোদাগাড়ী উপজেলার নলিগ্রাম এলাকার মৃত চান মোহাম্মদের ছেলে মোঃ রমজান আলী(৫৪), উপজেলার গড়ের মাঠ এলাকার মৃত আঃ খালেকের ছেলে মোঃ আসলাম খান(৪৮), উপজেলার বড় দৌলতপুর এলাকার আলহাজ্ব মোঃ নুর মোহাম্মদের ছেলে মোঃ শাহীনুর রহমান(৪৪), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মোঃ ফয়সাল আহমেদ ওরফে জনি(৩২), উপজেলার ফরিদপুর এলাকার মৃত হাসেম উদ্দিনের ছেলে মোঃ মনসুর রহমান(৬৫)।
বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি