শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও রিসিপশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবদেক:
শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও রিসিপশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) কলেজের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তোমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে মনোযোগ দিয়ে নিজ নিজ পড়ালেখা চালিয়ে যেতে হবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন একাদশ শ্রেণি ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আতিকুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল খালেক সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি