ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘স্বৈরাচারের দোসরদের নয়, জুলাই বিপ্লবে সহায়তাকারী রুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই’ বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান রাবিতে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ উদযাপন উপলক্ষে গরু খাসি নিয়ে বিজয় মিছিল করেছে জিয়া হলের শিক্ষার্থীরা রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা ; ৪দফা দাবিতে অবস্থান কর্মসূচি রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু দুই বছরের মধ্যে বিলীন হবে ইসরায়েলের অস্তিত্ব : ট্রাম্প ঢাবি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ১৪ প্রস্তাব ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ অনুষ্ঠিত  রামেবি ভিসির নিয়োগে নার্সিং শিক্ষার্থীদের আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা-সাক্ষাৎ

তানোরে পার্টনারের সাথে বেইমানি করে জমি বিক্রির ঘটনায় উত্তেজনা

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:


রাজশাহীর তানোরে পার্টনারের সাথে বেইমানি করে জমি বিক্রির ঘটনা ঘটছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলা বিলশহর মৌজার ৫৪ শতক জমি রাজশাহীর তপন মজুমদারের কাছ থেকে ক্রয় করেন তানোর লালপুর গ্রামের জৈনক ব্যক্তির পুত্র মটরসাইকেল মেকার তোফা ও ধানতৈড় গ্রামের মাহাফুজ মোল্লা।

তবে, তারা দুই পার্টনারের নামে দলিল না করে তারা তোফার ভাই আলমের নামে দলিল করেন। ওই জমি ক্রয়ের পুরো টাকা দুই পার্টনার তোফা ও মাহাফুজ ব্যায় করেন। তাদের দুই পার্টনারের মধ্যে সরল বিশ্বাসে তারা তোফার ভাইয়ের নামে দলিল করেন।
এঅবস্থায় পার্টনার মাহাফুজ মোল্লা ওই জমি বিক্রয়ের জন্য তোফার সাথে মকহাফুজ আলোচনা অব্যহত রাখেন। কিন্তু তোফা আজ নয় কাল করে কাল ক্ষেপন করতে করতে মাহাফুজকে না জানিয়ে গোপনে ওই জমি অন্যের কাছে বিক্রি করে দেন।

পরে বিষয়টি মাহাফুজ জানতে পেয়ে তোফাকে এর কারন জানতে চাইলে তোফা আজ নয় কাল করে মাহাফুজকে ঘুরাচ্ছেন। এঘটনায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে তোফা বলেন, এই জমির সাথে মাহাফুজের কোন সম্পৃক্ততা নাই বলে জানান তিনি।

তবে, ওই জমির মুল মালিক তপন মজুমদার বলেন, ওই জমিতে মাহাফুজ ও তোফা দুজনই ইনভেষ্ট করেছে ওই জমিতে তাদের দুজনেরই সমান অধিকার। কিন্তু মাহাফুজ সরল বিশ্বাষে তোফার ভাইয়ের নামে দলিল করতে সম্মতি দেন জানিয়ে তিনি বলেন মাহাফুজকে ফাঁকি দেয়া মানে বেইমানি ছাড়া কিছুই না।

এবিষয়ে বেইমানির স্বীকার মাহফুজ মোল্লা বলেন, আমার পার্টনার তোফার কথায় সরল বিশ্বাষে তোফার ভাইয়ের নামে দলিল করা হয়েছিলো। আমার সাথে বেইমানি করে আমাকে না জানিয়ে তোফা গোপনে ওই জমি বিক্রি করে দিয়েছেন।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে পার্টনারের সাথে বেইমানি করে জমি বিক্রির ঘটনায় উত্তেজনা

আপডেট সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

তানোর প্রতিনিধি:


রাজশাহীর তানোরে পার্টনারের সাথে বেইমানি করে জমি বিক্রির ঘটনা ঘটছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলা বিলশহর মৌজার ৫৪ শতক জমি রাজশাহীর তপন মজুমদারের কাছ থেকে ক্রয় করেন তানোর লালপুর গ্রামের জৈনক ব্যক্তির পুত্র মটরসাইকেল মেকার তোফা ও ধানতৈড় গ্রামের মাহাফুজ মোল্লা।

তবে, তারা দুই পার্টনারের নামে দলিল না করে তারা তোফার ভাই আলমের নামে দলিল করেন। ওই জমি ক্রয়ের পুরো টাকা দুই পার্টনার তোফা ও মাহাফুজ ব্যায় করেন। তাদের দুই পার্টনারের মধ্যে সরল বিশ্বাসে তারা তোফার ভাইয়ের নামে দলিল করেন।
এঅবস্থায় পার্টনার মাহাফুজ মোল্লা ওই জমি বিক্রয়ের জন্য তোফার সাথে মকহাফুজ আলোচনা অব্যহত রাখেন। কিন্তু তোফা আজ নয় কাল করে কাল ক্ষেপন করতে করতে মাহাফুজকে না জানিয়ে গোপনে ওই জমি অন্যের কাছে বিক্রি করে দেন।

পরে বিষয়টি মাহাফুজ জানতে পেয়ে তোফাকে এর কারন জানতে চাইলে তোফা আজ নয় কাল করে মাহাফুজকে ঘুরাচ্ছেন। এঘটনায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে তোফা বলেন, এই জমির সাথে মাহাফুজের কোন সম্পৃক্ততা নাই বলে জানান তিনি।

তবে, ওই জমির মুল মালিক তপন মজুমদার বলেন, ওই জমিতে মাহাফুজ ও তোফা দুজনই ইনভেষ্ট করেছে ওই জমিতে তাদের দুজনেরই সমান অধিকার। কিন্তু মাহাফুজ সরল বিশ্বাষে তোফার ভাইয়ের নামে দলিল করতে সম্মতি দেন জানিয়ে তিনি বলেন মাহাফুজকে ফাঁকি দেয়া মানে বেইমানি ছাড়া কিছুই না।

এবিষয়ে বেইমানির স্বীকার মাহফুজ মোল্লা বলেন, আমার পার্টনার তোফার কথায় সরল বিশ্বাষে তোফার ভাইয়ের নামে দলিল করা হয়েছিলো। আমার সাথে বেইমানি করে আমাকে না জানিয়ে তোফা গোপনে ওই জমি বিক্রি করে দিয়েছেন।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি