বঙ্গবন্ধু নন্দিত মৃত্যুঞ্জয়ী নেতা: এবি তাজুল
- আপডেট সময় : ০৪:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু নন্দিত মৃত্যুঞ্জয়ী নেতা। দেশবাসী বিদেশি শত্রুদের বিরুদ্ধে কালে কালে বিদ্রোহ করেছে। কিন্তু এ জাতি কৌশল ও সৈন্য না থাকায় তাদের কাছে বরাবরই পরাজিত হয়েছে একজন যোগ্য ও দূরদর্শী নেতার অভাবে।
মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি তাজুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই দাবি আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তার বলিষ্ঠ নেতৃত্বের কাছে বাঙালি জাতি ছিল আস্থাশীল। আস্থাশীলতার মাধ্যমে পর্যায়ক্রমে জাতির জনকের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল ক্ষেত্রে জাতি জয়লাভ করতে সক্ষম হয়েছে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। অপরদিকে জুলমকারী, অত্যাচারী এবং মানুষ হত্যাকারী সেই পশ্চিম পাকিস্তান তাকিয়ে থাকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন মহি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, শ্রমিকলীগের আহ্বায়ক সৈয়দ আ. আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি