জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষকের চাকরী: দুদকে মামলা
- আপডেট সময় : ০২:৪৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
জাল সার্টিফিকেট দিয়ে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে চাকরি নেওয়া একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্যক্তির নাম মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া। তিনি কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর আবুল বশর কারিগরি উচ্চ বিদ্যালয়ে চাকরি করছিলেন।
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ের জাল সার্টিফিকেট জমা দেন। সোমবার দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. নাজমুস সা’দাৎ এই তথ্য জানান।
তিনি বলেন, জাল সার্টিফিকেট দিয়ে গত ২০১৯ সালে বরুড়া আগানগর আবুল বশর কারিগরি উচ্চ বিদ্যালয়ে চাকরি নেন আসামি মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া। অনুসন্ধানে তার এই কৃতকর্ম ধরা পড়ে। আমরা অভিযুক্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। এই ক’বছরে অভিযুক্ত ওই শিক্ষক তার বেতনের ৬ লাখ ৩৪ হাজার টাকা উত্তোলন করেছেন। যা সরকারি টাকা আত্মসাতের অপরাধ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি