প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে এ্যাডভোকেশি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আইইডি বেসরকারী উন্নয়ন সংস্থার কার্যক্রম সম্পর্কে ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কে ২নং হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদে এ্যাডভোকেশি সভা অনুষ্ঠিত হয়।
গত ২৪ জুলাই সোমবার পবা উপজেলার ২নং হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ্যাডভোকেশি ও মতবিনিময় সভা। যেখানে উপস্থিত ছিলেন আইইডি বেসরকারী উন্নয়ন সংস্থার ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস, ২নং হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, ইউপি সচিব গোলাম সাকলাইন, গ্রাম পুলিশ, ইউপি সদস্যগণ, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবগ। উক্ত অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: কাজেম আলী।
সভার শুরুতে ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস আইইডি বেসরকারী উন্নয়ন সংস্থার কার্যক্রম সম্পর্কে ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । তিনি আরো বলেন হুজুরিপাড়ায় আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ভাই-বোনেরা অনেক রয়েছে। তারা সকল দিক দিয়ে পিছিয়ে। তারা যেন এই ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সুযোগ সুবিধা সবার আগে পায় সেই বিষয়টি দেখবেন। এবং অনেক প্রান্তিক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনার খরচ চালাতে পারে না সেই বিষয়টি একটু দেখবেন যদি সুযোগ থেকে থাকে।
সভায় স্থায়ী কমিটি গঠন ও বিদ্যমান কমিটিতে প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিধিদের অন্তর্ভূক্তকরন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে চেয়ারম্যান বলেন শিক্ষিত ও সমাজ সেবি মনভাবা পূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করা হবে। সবশেষে সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি