শহরে ইজিবাইক হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তানোরের রবিউল
- আপডেট সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহী শহরে ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন তানোরের রবিউল ইসলাম নামের এক অসহায় দরিদ্র ব্যক্তি। জীবিকা নির্বাহের শেষ সম্বল সেই ইজিবাইকটি চুরি হয়ে যায় বলে নিশ্চিত করেন চন্দ্রিমা থানার এসআই প্লাবন কুমার। রবিউলের বাড়ি উপজেলার সরনজাই ইউনিয়ন(ইউপির) ভাগনা পশ্চিম পাড়া গ্রামে।
সে মৃত আব্দুল কাদেরের পুত্র। গত জুন মাসের ১৮ তারিখ রোববার শহরের ভদ্রা পার্কের গেটে ঘটে চুরির ঘটনাটি। গাড়ীটি হারিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন রবিউলের পরিবার।
রবিউল জানান, রাজশাহী শহরে ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি। এঅবস্থায় গত জুন মাসের ১৮ তারিখ রোববার সকাল ৮ টার দিকে দুজন লোক ভদ্রা পার্কে যাবেন বলে ভাড়া করেন। পার্কের গেটে তারা নেমে আমাকে দোকানে পাঠিয়ে মুহুর্তের মধ্যে উধাও হয়ে যান। অনেক খোজাখুজি করার পরও পায়নি ইজিবাইকটি। বাধ্য হয়ে চন্দ্রিমা থানায় অভিযোগ করি। কিন্তু ২০ দিন অতিবাহিত হলেও কোন কিনারা পায়নি পুলিশ।
সিসি টিভির ফুটেজও দেওয়া আছে। গাড়িটিই আমার জীবনের সম্বল। ঈদের আগে হারিয়ে যাওয়ার কারনে পরিবারে কোন আনন্দ ছিল না। ঋন নিয়ে গাড়িটি কিনেছিলাম। এখন ঋন কিভাবে পরিশোধ করব, আর সংসার চলবে কিভাবে বলে হাওমাও করে কান্না শুরু করেন। সবুজ কালারের ইজিবাইকটির নম্বর রা:সি:ক:- খ ( ০৮৫৮৯)।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দ্রিমা থানার এসআই প্লাবন কুমার সাহা জানান, চোর শহরের না, তারা বাহিরের, সিসি টিভির ফুটেজ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। ইজিবাইকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি