ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিএসএম‘র আয়োজনে বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ অনুষ্ঠিত

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

বিসিএসএম‘র আয়োজনে বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


‘‘একজন বন্ধু সব সময় ভালোবাসবে, একজন সত্যিকারের ভাই সব সময় তোমাকে সমর্থন করবে এমনকি তোমার বিপদের সময়ও’’ এই মূলভাবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। উক্ত ক্রিকেট টুর্নামেন্টর এর মূল উদ্দ্যেশ্যে ছিলো অত্র খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের প্রত্যেকের মধ্যে ঐক্য ও ভাতৃত্য পূর্ণ সম্পর্ক স্থাপন করা।

আজ ২৯জুন বৃহস্পতিবার রাজশাহী নগরীর বাগানপাড়া ‍মুক্তিদাতা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে একদিন ব্যাপি বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রিকেট টুর্নান্টেটি সকাল ৯টা থেকে শুরু হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফা. ফাবিয়ান মারান্ডি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম , ক্যাথিড্রাল ধর্মপল্লির সহকারি পাল পুরোহিত ফা. শ্যামল, মুন্সিনিয়র ফা. মার্সেল তপ্ন সহ অনেকেই।

খেলাটিতে মোট ১০টি দল অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। যেখানে রাজশাহী শহরের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিষ্টিয়ান যুবাগণ অংশগ্রহণ করে। যেটির আয়োজন করেন বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্টম, ক্যাথিড্রাল ইউনিট, রাজশাহী ধর্মপ্রদেশ এবং সহযোগিতায় ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন ও ক্যাথিড্রাল ধর্মপল্লী, রাজশাহী।

ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবারা মন্ডলীর প্রাণ। এদের মাধ্যমে মন্ডলী একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। যেখানে থাকবে না কোন প্রকার বৈষম্য। আর খেলাধুলা এর একটি মাধ্যম মাত্র। তবে সুস্থ খেলা ধুলার মাধ্যমে যুবারা মাদক থেকে দুরে থাকবে এবং মন্ডলীর প্রতি আরো আগ্রহী হবে এভাবেই নিজের উপরে মন্ডলীর প্রতি যে দৃঢ় বিশ্বাস সেটি বৃদ্ধি পাবে।

ক্রিকেট টুর্নামেন্টটি সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলে। একদিন ব্যাপি ক্রিকেট খেলায় ফাইনালে ভাই ব্রাদাস বনাম কলিমনগর দলের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে ভাই ব্রাদার্স দল আগে ব্যাট করে ৮ ওভারে রান সংগ্রহ করে ৬৩ । পরে কলিমনগর সেই রান মোকাবেলা করে হাতে ২ ওভার রেখেই ম্যাচ জিতে নেয়। উক্ত ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের দিলিপ ।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ক্রিকেট টুর্নামেন্টে কলিমনগর দল রানার আপ দল ছিল।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। যেখানে চ্যাম্পিয়ন দলকে ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন মুন্সিনিয়র ফা মার্সেল তপ্ন, পেরিস কাউন্সিলের সেক্রেটারি মি. সিরিল মুর্মু ও অভিভাবকদের পক্ষ্যে এডভোকেট নরেন টুডু সহ প্রমুখ। চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলকে খেলা শেষে প্রাইজমানি ও ট্রফি দেয়া হয়।

পরে চ্যাম্পিয়ন দলের অধিনায় জ্যোতি মুর্মুর তার অনুভূতি প্রকাশে বলেন, এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আর এই ধরণের খেলাধূলা যুবা মনের বিকাশে বড় বাহক হিসেবে কাজ করে এবং তাদের মাদক থেকে ও অন্যান্য বাজে অভ্যাস থেকে দুরে রাখে। তাই খেলাধুলা অতিব জরুরি একটি বিষয় । আমার প্রত্যাশা থাকবে প্রতিবছর এমন আয়োজন করা হোক এবং এটি যেন বছরে অন্তত দুই বার বা তার অধিক করা হয়।

পুরুষ্কার বিতরণী শেষে আয়োজক কমিটির পক্ষ্যে  রাজশাহী ধর্মপ্রেদেশের সাবেক সভাপতি দিপু কুজুর সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্ত করেন।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিসিএসএম‘র আয়োজনে বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:


‘‘একজন বন্ধু সব সময় ভালোবাসবে, একজন সত্যিকারের ভাই সব সময় তোমাকে সমর্থন করবে এমনকি তোমার বিপদের সময়ও’’ এই মূলভাবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। উক্ত ক্রিকেট টুর্নামেন্টর এর মূল উদ্দ্যেশ্যে ছিলো অত্র খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের প্রত্যেকের মধ্যে ঐক্য ও ভাতৃত্য পূর্ণ সম্পর্ক স্থাপন করা।

আজ ২৯জুন বৃহস্পতিবার রাজশাহী নগরীর বাগানপাড়া ‍মুক্তিদাতা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে একদিন ব্যাপি বন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রিকেট টুর্নান্টেটি সকাল ৯টা থেকে শুরু হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফা. ফাবিয়ান মারান্ডি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম , ক্যাথিড্রাল ধর্মপল্লির সহকারি পাল পুরোহিত ফা. শ্যামল, মুন্সিনিয়র ফা. মার্সেল তপ্ন সহ অনেকেই।

খেলাটিতে মোট ১০টি দল অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। যেখানে রাজশাহী শহরের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিষ্টিয়ান যুবাগণ অংশগ্রহণ করে। যেটির আয়োজন করেন বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্টম, ক্যাথিড্রাল ইউনিট, রাজশাহী ধর্মপ্রদেশ এবং সহযোগিতায় ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন ও ক্যাথিড্রাল ধর্মপল্লী, রাজশাহী।

ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবারা মন্ডলীর প্রাণ। এদের মাধ্যমে মন্ডলী একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। যেখানে থাকবে না কোন প্রকার বৈষম্য। আর খেলাধুলা এর একটি মাধ্যম মাত্র। তবে সুস্থ খেলা ধুলার মাধ্যমে যুবারা মাদক থেকে দুরে থাকবে এবং মন্ডলীর প্রতি আরো আগ্রহী হবে এভাবেই নিজের উপরে মন্ডলীর প্রতি যে দৃঢ় বিশ্বাস সেটি বৃদ্ধি পাবে।

ক্রিকেট টুর্নামেন্টটি সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলে। একদিন ব্যাপি ক্রিকেট খেলায় ফাইনালে ভাই ব্রাদাস বনাম কলিমনগর দলের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে ভাই ব্রাদার্স দল আগে ব্যাট করে ৮ ওভারে রান সংগ্রহ করে ৬৩ । পরে কলিমনগর সেই রান মোকাবেলা করে হাতে ২ ওভার রেখেই ম্যাচ জিতে নেয়। উক্ত ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের দিলিপ ।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ক্রিকেট টুর্নামেন্টে কলিমনগর দল রানার আপ দল ছিল।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। যেখানে চ্যাম্পিয়ন দলকে ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন মুন্সিনিয়র ফা মার্সেল তপ্ন, পেরিস কাউন্সিলের সেক্রেটারি মি. সিরিল মুর্মু ও অভিভাবকদের পক্ষ্যে এডভোকেট নরেন টুডু সহ প্রমুখ। চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলকে খেলা শেষে প্রাইজমানি ও ট্রফি দেয়া হয়।

পরে চ্যাম্পিয়ন দলের অধিনায় জ্যোতি মুর্মুর তার অনুভূতি প্রকাশে বলেন, এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আর এই ধরণের খেলাধূলা যুবা মনের বিকাশে বড় বাহক হিসেবে কাজ করে এবং তাদের মাদক থেকে ও অন্যান্য বাজে অভ্যাস থেকে দুরে রাখে। তাই খেলাধুলা অতিব জরুরি একটি বিষয় । আমার প্রত্যাশা থাকবে প্রতিবছর এমন আয়োজন করা হোক এবং এটি যেন বছরে অন্তত দুই বার বা তার অধিক করা হয়।

পুরুষ্কার বিতরণী শেষে আয়োজক কমিটির পক্ষ্যে  রাজশাহী ধর্মপ্রেদেশের সাবেক সভাপতি দিপু কুজুর সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্ত করেন।


প্রসঙ্গনিউজবিডি/জে.সি