সংবাদ শিরোনাম ::
দুই দিনে ঢাকা ছেড়েছে ৫০ লাখের বেশি সিম ব্যবহারকারী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন ৫০ লাখের বেশি সিম ব্যবহারকারী। আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ঈদের ছুটিতে গত দুইদিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।
তিনি আরও জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এছাড়া শিশুসহ এমন অনেকেই নাড়ির টানে ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। এ জন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি