সংবাদ শিরোনাম ::
দাম বাড়ায় আমদানির অনুমতি কাঁচা মরিচ ও টমেটোর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
দাম বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার। রবিবার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেওয়া হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি আজ সকাল থেকে দেওয়া হচ্ছে। আজ সারাদিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে।
অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি