রাসিক নির্বাচনে হ্যাট্রিক লিটনের
- আপডেট সময় : ০৪:৪৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
পর পর তিনবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি মন্ডলীর সদস্য জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট।
তিনি সহ আরো তিনজন মেয়র প্রার্থী হচ্ছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম,জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন এবং জাকের পার্টির আনোয়ার হোসেন সুপ্ত।
২১ শে জুন ( বুধবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।রাসিক নির্বাচনে ১৫৫ টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ সম্পন্ন। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল।
এবারের রাসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।পুরুষ ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ৬ জন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি