‘আগে ওকালতি, তারপর রাজনীতি: অ্যাটর্নি
- আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
নবীন আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আগে ওকালতি, তারপর রাজনীতি করতে হবে। তা নাহলে এই আইন পেশায় উন্নতি করা যাবে না।’
শুক্রবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর পূর্বাচলে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বার কাউন্সিলের সনদ পাওয়া নিজেদের ৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। এক সময় বলা হত, ‘যার নাই কোনো গতি সেই করে ওকালতি’; বর্তমানে সেটি এভাবে পরিবর্তন হয়েছে- ‘যার আছে সব গতি, সেই করে ওকালতি’।
তিনি আরও বলেন, আদালতের মর্যাদা আইনজীবীদেরকেই রক্ষা করতে হবে। বিচার বিভাগকে যদি হেয় প্রতিপন্ন করা হয়, তবে আইনজীবীদের নিজেদেরই অসম্মান করা হবে।
অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, গাজীপুর জেলা জজ শামীমা আফরোজ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোর্শেদ ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি