পুঠিয়ায় ড্রাম, ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত তিন
- আপডেট সময় : ০৬:৫১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ড্রাইভার হেলপারসহ তিনজন আহত। গুরুতর আহত দুই ড্রাইভারকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া পৌরসভার গোপাহাটী ফকিরপাড়া ঢালান সংলগ্নে বৃহস্পতিবার (১৫জুন) সকাল ৯ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে ।
পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, রাজশাহী হতে নাটোর গামী ১০ চাকার ড্রামবালুর ট্রাক যাহার ট্রাক নাম্বার (ঢাকা মেট্রো ট ২৪-১২২৮) এবং বিপরীত দিক থেকে আসা নাটোর হতে রাজশাহীগামী মেসাস সরকার কনষ্ট্রাকশন কোম্পানির মালবাহী ট্রাক যাহার ট্রাক নাম্বার (নাটোর ট- ১১-০০১৪) এর সহিত মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে উভয় ট্রাকের হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হয়। আহত ব্যাক্তিরা হলেন, ১।সুমন (২৬), পিতা-আমিন, সাং- পশ্চিমভাগ, বাশবাড়ি, ২। মনির (৪০), পিতা- মফিজ, সাং- সৈয়দপুর,থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী ও ৩। নাসির (২০ ), পিতা- কামাল, সাং আহম্মদপুর, থানা- নাটোর সদর, জেলা- নাটোরগণকে পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনাস্থলে পুঠিয়া থানার তদন্ত ওসি, পবা হাইওয়ে অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি