জাতীয় কালাজ্বর নির্মূলে কাজ করছে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
কালাজ্বর একটি জাতীয় ব্যাধি। সেই জাতীয় ব্যাধি কালাজ্বরকে নির্মূল করতে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ওষুধের মাধ্যমে দেশের প্রতিটা উপজেলাতে কালাজ্বর নির্মূলে কাজ করছে IRS কর্মসূচী।
এই চলমান কর্মসূচিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র অধীনে ২০৩০ সালের মধ্যে গোদাগাড়ী উপজেলা থেকে কালাজ্বর নির্মূলে গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ওষুধ স্প্রে করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিল ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন মোফা,এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান কাজল,আওয়ামী নেতা মার্শালসহ ২নম্বর ওয়ার্ডের জনসাধারণ গন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ওয়ার্ডবাসীর উদ্দেশ্য কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা বলেন,আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কালাজ্বর নির্মুলে কাজ করছে সরকার,তারাই ন্যায় আমার ওয়ার্ড বাসীর সুরক্ষায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব কালাজ্বর নির্মুলে ওষুধ স্প্রে করার জন্য জোর দেয়া হয়েছে এবং কালাজ্বর নির্মুলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি