তানোরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
জীবনের জন্য বিজ্ঞান “শেখ হাসিনার দর্শন,সব মানুষের উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, বিশেষ অতিথি আজিজুল হক, সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআর, উপজেলা ভূমি সহকারী কমিশনার আদিবা সিফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি