প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার শাস্তির দাবিতে বানেশ্বরে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৪:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান কারি জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীর পুঠিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টার দিকে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বানেশ্বর ট্রাফিক মোড় (বানেশ্বর-সরদহ রোডে) এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক শাহরিয়ার রহিম কনকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ পুঠিয়া-দূগর্পুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা আওয়ামী লীগের নেতা জমসেদ আলী, জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক সেলিম শেখ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম শেখ, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, দূর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টুসহ পুঠিয়া দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী সেসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি