পাঁচন্দর ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছে। রোববার (২৮মে) বিকেলে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চত্বরে এ আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলন ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি বিলকিস বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন,উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট,মাহাবুর রহমান শান্ত,যুবলীগ নেতা রশিদুজ্জামান রাসেল,একরামুল হক,কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা,তানোর পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান সিপন,হাবিবুর রহমান রোকন প্রমূখ।
এসময় প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বর্তমান পাঁচন্দর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বিলকিস বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সোহাগী বেগমকে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি