রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিলেন লুকেন
- আপডেট সময় : ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২১শে জুন। এই নির্বাচনে ২৫নং ওয়ার্ড থেকে সাধারণ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আলিফ আল মাহমুদ (লুকেন)।
সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৩টায় সমর্থকদের সাথে নিয়ে রাজশাহী নির্বাচন কমিশন কার্যালয়ে এই মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এ সময়ে তিনি গণমাধ্যমে তিনি বলেন, আশা করি এ ওয়ার্ডের উন্নয়নের এবং জনগণের সেবাদানের সুযোগ করে দিতে জনগণ আমাকে ভোট দেবেন। কারণ, পরিবর্তনের প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ ২৫নং ওয়ার্ডবাসী আমাকে চেয়েছেন।
আমাকে কাউন্সিলর করা হলে বেকার সমস্যা দূরীকরণে কাজ করব। এছাড়া ভূমি দস্যু ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেব।
তিনি আরো বলেন, ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়। বর্তমানে এই অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সেই সাথে সুষম বণ্টন না হওয়ায় হতদরিদ্ররা তাদের ন্যায্যতা ও প্রাপ্যাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সঠিক সেবা দানের সুযোগ করে দিতে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। ফরম জমাদানের সময় ঐ ওয়ার্ডের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা লুকেনের পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি