সংবাদ শিরোনাম ::
সুদানের ভয়াবহ যুদ্ধে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার আহ্বান: বেগম রওশন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ভয়াবহ যুদ্ধ বিধ্বস্ত সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকে পড়া তিন হাজারের মতো বাংলাদেশি মৃত্যুর আতঙ্কে রয়েছে। তাদের হাতে টাকা নেই, ঘরে খাবার নেই। তারা সুদানে অমানবিক জীবন-যাপন করছে। যারা সুদানের রাজধানী খার্তুমে বসাবাস করে, তাদের জীবন মৃত্যুর সম্মুখীন।
অবিলম্বে তাদের সেখান থেকে নিরাপদ স্থানে রাখা, খাবার পরিবেশন করা ও নিরাপত্তার সাথে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি