আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া শেরপুর উপজেলা শাখা আহবায়কের উপর হামলা
- আপডেট সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার সিং এর উপর ২২ এপ্রিল ২০২৩ তারিখ রাত ৯টায় অতর্কিত হামলা করে ওতপেতে থাকা দুর্বৃত্তরা। উত্তমের সাথে তার বন্ধু মোঃ আশিক ও মিলনের উপরও হামলে পড়ে এবং বেধরক মারধর করে। ঐ রাতে কর্মএলাকা ছোনকা বাজার থেকে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে এই হামলার শিকার হন তারা।
ঘটনা স্থলে আশিক এর মাথা ফেটে যায় এবং সাথে থাকা পালসার মোটরসাইকেল ভেঙ্গে চূর্ণ-বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছে এই ঘটনার সাথে এ বছরের জানুয়ারিতে জমির বিরোধ নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার আম্বাইল-গোড়তা আদিবাসী পল্লীতে আক্রমনের ঘটনার সাথে যোগসুত্র থাকতে পারে।
এই হামলায় গোড়তা এবং আম্বাইল গ্রামের আব্দুল মালেক (৩৫), জসিম উদ্দিন বাচ্চু, সুজন মন্ডলদের নেতৃত্বে বিপুল হাজী, মাহাবুব রহমান স্বপন, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, মিজানুর রহমান, রাজু আহম্মেদ (ভুট্টু), খলিলুর রহমান, এনামুল হক, মারুফ হাসান, মেহেদী হাসান, মোঃ বাপ্পি হাসান, আব্দুল সালাম, শরিফুল ইসলাম শরিফ গংরা সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে বগুড়া থানায় ধারা ১৪৩,৩৪১,৩২৩,৩০৭,৩৭৯,৪২৭,৫০৬ ও ১১৪ পেনাল কোড ধারায় রজু করে ২৩/০৪/২০২৩ ইং তারিখের ৩১ নম্বর মামলা করা হয়।
সেই সাথে আদিবাসী ছাত্র পরিষদ এই কাপুরুষোচিত হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে এবং হামলাকারী এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনার জোর দাবি জানাচ্ছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি