আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ টক্কর দিচ্ছে নতুন ভিলেন

- আপডেট সময় : ০৪:০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক
আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ ঘিরে দর্শকের আগ্রহ ক্রমে বেড়েই চলেছে। প্রতিদিন ছবিটি ঘিরে নতুন কোনো না কোনো আপডেট আসছে। এবার খবর যে আল্লু অর্জুনের সঙ্গে টক্কর দিতে এই ছবিতে এক নতুন ভিলেনের খবর এসেছে। আর তিনি হলেন দক্ষিণের অত্যন্ত দাপুটে অভিনেতা জগপতি বাবু।
সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গেছে জগপতি বাবুকে। ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে। এবার ‘পুষ্পা ২-এর মতো বড় প্রকল্পের সঙ্গে তিনি আছেন। আর এ কথা জগপতি বাবু নিজের মুখে জানিয়েছেন। সম্প্রতি জগপতি বাবু জানিয়েছেন যে পুষ্পা ২ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। এই ছবিতে তাঁকে এক ভয়ানক খলনায়কের ভূমিকায় দেখা যাবে। সাক্ষাৎকারের সময় জগপতি বাবু বলেছেন, সুকুর (সুকুমার) সঙ্গে কাজ করতে আমি সব সময় উত্তেজিত হই।
এর কারণ, তার ছবিতে আপনি টের পাবেন না যে একটু পর কী ঘটতে চলেছে। পুষ্পা ২ অত্যন্ত চ্যালেঞ্জিং ছবি। আর আমি চ্যালেঞ্জ নিতে দারুণ ভালোবাসি। সুকু আমায় সব সময় দুর্দান্ত চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে। পুষ্পা ২ ও আমার দারুণ মজার লেগেছে।
জগপতি বাবু দক্ষিণের অত্যন্ত প্রভাবশালী অভিনেতা। তাঁকে দক্ষিণের ছবিতে মূলত ভিলেন বা সহ-অভিনেতা হিসেবে দেখা যায়। পুষ্পা ২ এর পর জগপতি বাবুকে প্রভাসের সালার ছবিতে দেখা যাবে।
সুকুমার পরিচালিত পুষ্পা: দ্য রাইজ ছবিতে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার জুটি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এর সিকুয়েল ছবিতে আবার এই জুটি দর্শকদের মন জয় করতে আসছেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি