আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি সহ ৪ দফা দাবিতে অবরোধ কর্মসূচি
- আপডেট সময় : ০৩:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, চাকুরীসহ সকল ক্ষেত্রে ০৫%কোটা চালু ও পুর্ণবহাল, গাইবান্ধা জেলার সাহেবগন্জ বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে সামনে রেখে আজ ১৯ এপ্রিল ২০২৩ সকালে নওগাঁ জেলা শহরে প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর সভাপতিত্ব সভায় আলোচনায় করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য কেন্দ্রীয় বিভূতি ভূষণ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তির্কী, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, বগুড়া জেলা সভাপতি সন্তোষ সিং বাবু, গাইবান্ধা জেলা সভাপতি ফিলিমন বাস্কে, রংপুর জেলা সভাপতি কৃষিবিদ বিমল খালকো, পাবনা জেলা সভাপতি আশিক চন্দ্র বানিয়াস, নাটোর জেলা সহ-সভাপতি প্রতাপ সিং, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, রংপুর জেলা সাধারণ সম্পাদক জোসেফ সরেন, নওগাঁ জেলা সদস্য সচিব মার্টিন মুরমু, রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক মামুন তুরি,আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া. আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি নকুল পাহান, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা কমিটি সভাপতি সুজিত পাহান। আলোচনা সভা সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান। আরো বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলা সমন্বয় জয়নাল আবেদীন মুকুল।
আলোচনা সভায় বক্তরা বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। দখলি শর্তে খাস জমি, বসতভিটা, কবরস্থান, পুকুর আদিবাসীদের নামে প্রদান করতে। নওগাঁয় ও দিনাজপুরে প্রতিষ্ঠিত আদিবাসী একাডেমীতে দ্রুত জনবল নিয়োগ করতে হবে এবং রাজশাহী বিভাগীয় আদিবাসী একাডেমীর উপ-পরিচালক আদিবাসীদের মধ্য থেকে নিয়োগ করতে হবে।
শুধুমাত্র থোক বরাদ্দ নয়, জাতীয় বাজেটের অংশ হিসেবে সমতল অঞ্চলের আদিবাসীদের উন্নয়নের জন্য পৃথক বাজেট প্রণয়ন করতে হবে। সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১৮৪২.৩০ একর সম্পত্তি প্রকৃত জমি মালিকদের ফিরিয়ে দিতে হবে ও ৬ নভেম্বর ২০১৬ তারিখে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল হত্যার বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে। আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বর্তমান সরকারের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আদিবাসীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা থেকে আদিবাসী অধিকার আদায়ের লক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি সমূহ : জাতীয় আদিবাসী পরিষদ এর আয়োজনে আগামী বিভাগীয় পর্যায়ে ৫ মে ২০২৩ নাটোরে জেলায় ও ৬ মে ২০২৩ রংপুর জেলায় আদিবাসী ছাত্র -যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। ৩০ মে ২০২৩ জাতীয় আদিবাসী পরিষদ অন্তগর্ত জেলা সমূহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ০৯ জুলাই ২০২৩ রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নওহাটা মোড়, রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চৌরাস্তার মোড় রাস্তা অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গ নিউজ বিডি/জে.সি