মুসলিম জাতিসত্তার ঐতিহাসিক পটভূমি-৫

- আপডেট সময় : ০১:০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া: পাঠক, ৭১২ সালে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের পর পশ্চিম ভারত উমাইয়া খেলাফতের অধীনে আসে। ৭৫০ সালে উমাইয়া খেলাফতের পতনের পর তা আব্বাসী খেলাফতের অধীনে চলে যায়। মহান আব্বাসীগনের পর দূর্বল আব্বাসীদের আমলে তা কারামতী শিয়াদের অধীনে চলে যায়। অতঃপর গজনীর সূলতান মাহমুদ কারামতী শাসনের অবসান ঘটান ।
মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরীর আগমন পর্যন্ত তা গজনী ব্শের অধীনে ছিল। সূলতান ঘূরী দিল্লি দখলের পর সেখানে স্বতন্ত্র মুসলিম সালতানাতের যাত্রা শুরু হয় । সুলতান ঘুরীর পর হতে ১৫২৬ সাল পর্যন্ত দিল্লি ও ভারতের অন্যান্য স্থানে স্বতন্ত্র মুসলিম সালতানাত গড়ে উঠে। এসব সালতানাত বাগদাদ অতঃপর কায়রোর আব্বাসী খলিফাদের অনুমোদিত ছিল।
এদিকে দিল্লি দখলের কিছু দিন পর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেন এবং উনার ইন্তেকালের পর গিয়াসউদ্দিন উদ্দিন এওয়াজ খিলজী বাংলায় একটি স্বতন্ত্র সালতানাতের স্বীকৃতির জন্য বাগদাদে দূত প্রেরণ করেন, কিন্তু দিল্লির সুলতানের বাহিনীর হাতে দূত ধরা পড়ার কারণে বাংলাকে কেন্দ্র করে স্বতন্ত্র মুসলিম সালতানাত প্রতিষ্ঠার চেষ্টা বিফলে যায়।
কিন্তু এর পর শামসুদ্দিন ইলিয়াস শাহ আল সিস্তানী পূর্ব ভারতে একটি মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেন যা ধারাবাহিক ভাবে ১৫৭৬ সাল পর্যন্ত বিদ্যমান ছিল।
উল্লেখ্য যে, ইলিয়াস শাহী বংশের সূলতানকে উৎখাত করে বা্লায় রাজা গনেশ এর নেতৃত্বে হিন্দু শাষন শুরু হলে দরবেশ নূর কুতুব আলম এর আহবানে জৈনপুরের শারকী ব্শের সূলতান ইব্রাহিম শারকী উম্মাহর চেতনায় বাংলার মুসলমানদের উদ্ধার করে। যা হোক পূর্ব ভারতের শেষ সূলতান সুলাইমান কররানি ঘোড়াঘাটের যুদ্ধে মোগল বাহিনীর হাতে পরাস্ত হবার পর বাংলায় সালতানাত যুগের অবসান ঘটে ।
মোগলদের পতন কালে মহিশুরের হযরত টিপু সুলতান উসমানী খলিফাদের সাথে যোগাযোগ স্থাপন করেন। ১৮৫৭ সালে স্বাধীনতা স্গ্রামের সময় গোপনে কিছু স্বাধীনতা কামী খলিফার সাথে যোগাযোগ করেন।
১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পর জামাল উদ্দিন আফগানীর কলকাতায় নির্বাসন এবং মুসলিম নেতাদের প্যান ইসলামিজমে দীক্ষা, তৎপর ১৮৮৬ সালে ক্গ্রেস গঠনের দূরভিসন্ধি বুঝতে পেরে স্যার সৈয়দ আহমেদ মুসলমানদের স্বতন্ত্র অবস্থানের উপর গুরুত্ব আরোপ ভারতীয় মুসলমানদের মধ্যে ব্যাপক প্রভাব সূষ্টি করে , যার ফলশ্রুতিতে ১৯০৫ সালে মুসলমানদের জন্য স্বতন্ত্র প্রদেশ, ১৯২০ সালের খেলাফত আন্দোলন এবং এর ধারাবাহিকতায় ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। বস্তুত ১৮৫৭ সালের পর মোগল সাম্রাজ্যের পতনের পর খিলাফত, প্যান ইসলামিজম এবং মুসলিম জাতিসত্তা তথা মুসলিম জাতীয়তাবাদ ভারতীয় মুসলমানদের মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করে।